২৭ ফেব্রুয়ারি, ২০২০ ১২:৫৩

প্রতিষ্ঠানের নামফলকে বাংলায় লেখা নিশ্চিতে চলছে অভিযান

অনলাইন ডেস্ক

প্রতিষ্ঠানের নামফলকে বাংলায় লেখা নিশ্চিতে চলছে অভিযান

অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং দোকান ও প্রতিষ্ঠানের নামফলকে বাংলায় লেখা নিশ্চিত করতে রাজধানীর গুলশানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

বৃহস্পতিবার গুলশান-২ নম্বর থেকে এ অভিযান শুরু হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জিনিয়া জান্নাত অভিযানটি পরিচালনা করছেন। দিনব্যাপী অভিযান চলবে। জনস্বার্থে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত ও উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

দেখা গেছে, অভিযানের শুরুতে গুলশান ২ নম্বর মোড়ের পাশে ডিএনসিসি মার্কেট সংলগ্ন রাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা অস্থায়ী দোকানগুলো গুড়িয়ে দেয়া হচ্ছে। অন্যদিকে এসব অস্থায়ী দোকানিরা ভ্রাম্যমাণ আদালতের অভিযান টের পেয়ে তাদের দোকানগুলোর মালামাল সরিয়ে নেয়ার চেষ্টা করছে।

গত কিছুদিন ধরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যেমে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে ডিএনসিসি। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর