রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে আওয়ামী লীগপন্থী প্যানেলের ভরাডুবি হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৬ পদে জয় পেয়েছে বিএনপিপন্থীরা। আর পাঁচটিতে জিতেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগপন্থীরা।
গত দুই বছর ধরে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংখ্যা গরিষ্ঠ পদে জয় পেয়েছিল ক্ষমতাসীনরা। এর মধ্যে ২০১৮ সালে ১৮ পদে এবং ২০১৯ সালে ২০ পদে জয় পায় আওয়ামী লীগপন্থী প্যানেল।
বৃহস্পতিবার সকাল ৯টায় এক নম্বর নতুন বার ভবনের দোতলায় ভোটগ্রহণ শুরু হয়। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এক ঘণ্টার বিরতি দিয়ে ভোটগ্রহণ চলে বিকাল ৫টা পর্যন্ত। বারের ৬০৩ জন ভোটার মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৫৫৫ জন। রাত ১০টার দিকে ভোট গনণা শেষে নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শেখ মো. জাহাঙ্গীর আলম সেলিম ফলাফল ঘোষণা করেন।
এবার নির্বাচনে ২১টি পদের বিপরীতে দুটি প্যানেল থেকে ৪২ জন প্রার্থী অংশ নেন। প্যানেল দুটি হলো- সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (আওয়ামী লীগপন্থী) ব্যানারে আবু বাকার-বজলে তৌহিদ আল হাসান বাবলা এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (বিএনপিপন্থি) মোজাম্মেল হক-পারভেজ তৌফিক জাহেদী প্যালেন।
অ্যাডভোকেট শেখ মো. জাহাঙ্গীর আলম সেলিম বলেন, সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোজাম্মেল হক (বিএনপি)। সাধারণ সম্পাদক হয়েছে পারভেজ তৈফিক জাহেদী (বিএনপি)। ছাড়াও তিনজন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন একে মিজানুর রহমান (বিএনপি), মাহাবুল ইসলাম (বিএনপি) ও অশিত কুমার শান্যাল (আওয়ামী লীগ)। দুইজন যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আতিকুর রহমান ইতি ((বিএনপি)) ও মাজেমান আলী (আওয়ামী লীগ)। এছাড়াও হিসাব সম্পাদক পদে সেলিম রেজা মামুন ((বিএনপি)), লাইব্রেরী সম্পাদক রিয়াজ উদ্দিন (বিএনপি), সম্পাদক অডিট আজিমুসান উজ্জল (বিএনপি), সম্পাদক প্রেস অ্যান্ড ইনফরমেশন হাসিবুল ইসলাম কচি (আওয়ামী লীগ), সম্পাদক ম্যাগাজিন অ্যান্ড কালচার রজব আলী (বিএনপি)।
এছাড়াও সদস্য পদে নয়জন নির্বাচিতরা হলেন- ইরশাদ আলী ইসা (বিএনপি), আবতাবুর রহামন (বিএনপি), মোজাম্মেল হক (বিএনপি), রাকিবুল ইসরঅম রাকিব (বিএনপি), সিফাত জেরিন তুলি (বিএনপি), সেকেন্দার আলী (বিএনপি), আব্দুল বারি (বিএনপি), আহসান হাবিব রঞ্জু (আওয়ামী লীগ) ও সোমা খাতুন (আওয়ামী লীগ)।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে অ্যাডভোকেট শেখ মো. জাহাঙ্গীর আলম সেলিম দায়িত্ব পালন করছেন। নির্বাচন কমিশনের অপর দুই সদস্য হলেন- অ্যাডভোকেট আবদুস সালাম ও অ্যাডভোকেট শামীম হায়দার দারা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        