‘ভোটার হয়ে ভোট দিব, দেশ গড়ায় অংশ নেব’-এই শ্লোগানে রাজশাহীতে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে সোমবার সকালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় ১০ জনকে জাতীয় পরিচয়পত্র তুলে দেওয়া হয়। এদের মধ্যে একজন ছিলেন তৃতীয় লিঙ্গের, যার হাতে পরিচয়পত্র তুলে দেওয়া হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার সুজায়েত ইসলাম। অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবদুল মান্নানের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম।
বিডি প্রতিদিন/হিমেল