চাকরি স্থায়ীকরণ দাবিতে সেকায়েপ প্রকল্পের অতিরিক্ত শ্রেণি শিক্ষকরা (এসিটি) অবস্থান শুরু করেছেন। সোমবার থেকে তারা এ কর্মসূচি শুরু করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে বলে জানিয়েছেন শিক্ষকরা। সারাদেশ থেকে তিন শতাধিক শিক্ষক এ কর্মসূচিতে অংশ নেন। এসিটি ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির ব্যানারে সকাল ১০টা থেকে এ কর্মসূচি শুরু হয়।
কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা মাহি উদ্দিন, সাধারণ সম্পাদক মোজাহারুল, মুখপাত্র শাহাদাতুল মুঈদসহ অন্যরা এতে বক্তব্য দেন।
বক্তারা বলেন, প্রকল্পের মেয়াদ শেষে চাকরি স্থায়ীকরণের দাবিতে এর আগে দফায় দফায় আন্দোলন করেছেন তারা। গত বছর ফেব্রুয়ারিতে আন্দোলন চলাকালে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এসিটি শিক্ষকদের বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে কর্মসূচি স্থগিত করা হয়। কিন্তু আজও এ প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। শিক্ষাবান্ধব সরকারের স্লোগান ‘মুজিব বর্ষে কেউ থাকবে না বেকার’, তাই বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর পূর্বে সেকায়েপভুক্ত এসিটিদের বিনা শর্তে দ্রুত এসইডিপি প্রোগ্রামে স্থানান্তর বা চাকরি স্থায়ীকরণের লিখিত প্রজ্ঞাপনের জোর দাবি জানান তারা।
বক্তারা বলেন, বয়স, অভিজ্ঞতা ও মানবিক দিক বিবেচনা করে চাকরি স্থায়ীকরণ বা বিনা শর্তে দ্রুত এসইডিপি প্রোগ্রামে নেয়া হোক। সেকায়েপভুক্ত এসিটিরা এ বিষয়ে মুজিববর্ষকে সামনে রেখে মহান স্বাধীনতার মাসে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম