সৌদি আরবে ওমরাহ পালন করতে গিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) চার শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। তারা হলেন- কৃষি অনুষদের শিক্ষার্থী আল-আমিন, ফাহিম হাসান খান ও শেখ মিজানুর রহমান এবং কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী আব্দুল মোমেন।
ওই চার শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানায় ওসি মাহমুদুল ইসলাম নিজেই একটি সাধারণ ডায়েরি করেছেন। তিনি জানান, চারজনই বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে থাকতেন এবং তাবলীগ জামায়াতের সাথে যুক্ত ছিলেন।
জানা যায়, গত ২৫ জানুয়ারি ফাহিম ও মোমেন ঢাকার বি এস এস ট্রাভেলস এবং মিজানুর ও আল আমিন ময়মনসিংহের সাদমান ট্রাভেলস এজেন্সির মাধ্যমে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাত্রা করেন। ফেব্রুয়ারি মাসে তাদের ভিসার মেয়াদ শেষ হলেও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল হক বলেন, তারা বিশ্ববদ্যালয়ের নিয়মিত ছাত্র না। তবে নিখোঁজের ঘটনায় পুলিশ তদন্ত করছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম