কুমিল্লায় বন্ধুদের নিয়ে ওরশ শেষে বাড়ি ফেরা কিশোরীকে ধর্ষণের মামলায় জুয়েল রানা (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। কুমিল্লার আদর্শ সদর উপজেলার আলেখাচর এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। জুয়েল রানা কুমিল্লার হোমনা উপজেলার জয়পুর গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।
বৃহস্পতিবার নগরীর শাকতলা এলাকায় র্যাব-১১এর সিপিসি-২ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।
র্যাবের এই কর্মকর্তা জানান, জুয়েল বিগত দুই-তিন মাস যাবত কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে। তাদের মধ্যে মোবাইল ফোনে যোগাযোগ হতো। গত ২১ ফেব্রুয়ারি অভিযুক্ত জুয়েল তার সহযোগীদের নিয়ে কিশোরীকে ধর্ষণের পরিকল্পনা করে। পরবর্তীতে গত ২৩ ফেব্রুয়ারি জুয়েল রানা (২৩) মোবাইল ফোনে কিশোরীকে তার সাথে দেখা করতে বলে। ওইদিন পার্শ্ববর্তী গ্রামের ফকির বাড়িতে অনুষ্ঠিত বাৎসরিক ওরশ দেখতে যায় কিশোরী। ওরশ দেখে রাতে বাড়ি ফেরার সময় জুয়েল রানা কথা বলার অজুহাত দেখিয়ে কিশোরীকে ওই এলাকার মো. আরিফুল ইসলামের পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। এ সময় ধর্ষক জুয়েল তার অন্যান্য সহযোগীদের সহায়তায় জুসের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে কিশোরীকে খাওয়ায়। পরবর্তীতে মামালার প্রধান আসামি মো. জুয়েল রানা এবং তার ছয়জন সহযোগী কিশোরীকে ধর্ষণ করে। এই ঘটনায় কিশোরীর মা ২৯ ফেব্রুয়ারি হোমনা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
বিডি-প্রতিদিন/মাহবুব