করোনাভাইরাসের প্রভাবে রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় প্রায় সব ধরনের পণ্যের দাম বেড়ে গেছে। বাজার নিয়ন্ত্রণে রাখতে অভিযান চালাচ্ছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। তবে ভ্রাম্যমাণ আদালতে ব্যাপকহারে জরিমানা করার অভিযোগ তুলে নগরীর সাহেববাজার এলাকার কাঁচাবাজার ও সাহেববাজারের মুদি দোকানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।
শনিবার দুপুরে রাজশাহী মহানগর কাঁচাবাজার ও মুদি দোকান মালিক সমিতির সভা শেষে সভাপতি ফাইজুল ইসলাম এ ঘোষণা দেন। এরপর বাজার এলাকায় সমিতির পক্ষ থেকে মাইকিং করা হয়। এতে বলা হয়, রবিবার থেকে মাস্টারপাড়া কাঁচাবাজার এবং সাহেববাজারের সব মুদি দোকান বন্ধ থাকবে।
সমিতির সভাপতি ফাইজুল ইসলাম বলেন, ‘আমরা যে দামে পণ্য কিনছি, তার চেয়ে কম দামে বিক্রি করতে নির্দেশ দিয়ে যাচ্ছেন ভ্রাম্যমাণ আদালত। মালামাল কেনার রশিদ দেখিয়েও লাভ হচ্ছে না। এতে ব্যবসায়ীরা ব্যাপক লোকসানে পড়ছেন। সে জন্য অনির্দিষ্টকালের জন্য কাঁচাবাজার ও মুদি দোকান বন্ধ ঘোষণা করা হয়েছে।’
জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু আসলাম বলেন, সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে বাজার মনিটরিং করা হচ্ছে। যারা নিয়ম মেনে ব্যবসা করছেন, তাদের কোনো জরিমানা করা হচ্ছে না। আমরা কেবল অসাধু ব্যবসায়ীদের আইন মেনে অর্থদণ্ড দিচ্ছি। এতে বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকছে। জেলা প্রশাসকের নির্দেশ না আসা পর্যন্ত আমরা বাজারে অবস্থান করে মনিটরিং কার্যক্রম চালিয়ে যাব।
বিডি প্রতিদিন/হিমেল