বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা নয়টি মামলার আসামি মো. খোকন ওরফে এল এক্স খোকনকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত খোকন ওরফে এল এক্স খোকন সিদ্ধিগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া এলাকার মো. আলীর ছেলে।
পুলিশ জানায়, খোকন ওরফে এল এক্স খোকন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা চারটি হত্যা ও পাঁচটি হত্যাচেষ্টার মামলার আসামি। সে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী মহিলা যুবলীগ নেত্রী চম্পা ভূইয়ার ভাই এবং স্থানীয় যুবলীগ নেতা।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিগঞ্জের মিজমিজি এলাকা থেকে খোকন ওরফে এল এক্স খোকনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা নয়টি মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/নাজিম