দেশের অন্যতম বৃহৎ ইলেকট্রনিক্স খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান বেস্ট ইলেকট্রনিক্স আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে ইকোফ্লোর স্মার্ট ও পরিবেশবান্ধব পোর্টেবল পাওয়ার স্টেশন উন্মোচন করেছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি এসিআই মটরসের সঙ্গে যৌথভাবে ইকোফ্লোর অফিসিয়াল ‘কি অ্যাকাউন্ট পার্টনার’ হিসেবে যাত্রা শুরু করেছে।
গত বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানী ঢাকায় অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেস্ট ইলেকট্রনিক্সের চেয়ারম্যান সৈয়দ আসাদুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ তাহমিদ জামান রাশিক এবং হেড অফ বিজনেস মো. মারজুমান রহমান। ইকোফ্লোর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাউথ-ইস্ট এশিয়ার রিজিওনাল ম্যানেজার রজার পেং এবং সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. জয়নাল আবেদিন জয়।
এই অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশি গ্রাহকরা এখন ইকোফ্লোর উন্নতমানের পোর্টেবল পাওয়ার স্টেশন ব্যবহার করতে পারবেন—যা ব্যাকআপ বিদ্যুৎ, আউটডোর ও জরুরি পরিস্থিতির জন্য উপযোগী।
“বাংলাদেশে ইকোফ্লোর পরিবেশবান্ধব আধুনিক পাওয়ার সল্যুশন আনতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের বিশ্বাস, এটি প্রচলিত পরিবেশ-ক্ষতিকর আইপিএস বা জেনারেটরের একটি কার্যকর বিকল্প হিসেবে কাজ করবে।” বলেন বেস্ট ইলেকট্রনিক্সের এমডি ও সিইও রাশিক। “এটি আমাদের উদ্ভাবনী ধারার প্রতিফলন এবং ক্রেতাদের চাহিদা পূরণের প্রতিশ্রুতি।”
দ্রুত চার্জিং, উচ্চ ক্ষমতা এবং সৌরশক্তি সমর্থিত ইকোফ্লো প্রোডাক্ট এখন বেস্ট ইলেকট্রনিক্স-এর নির্দিষ্ট আউটলেট ও অনলাইনে পাওয়া যাচ্ছে।
বিডি প্রতিদিন/নাজিম