বিভিন্ন সামাজিক সংগঠন, চিকিৎসক, ছাত্র-শিক্ষক ও সাংবাদিকসহ পেশাজীবীদের মাঝে করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ করেছে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি। আজ শনিবার সকালে ধামন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এ উপকরণ বিতরণের উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবাদুল কাদের।
দলের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এবং উপকমিটির সদস্য সচিব সুজিত রায় নন্দীর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ দপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় সদস্য সাহাবুদ্দিন ফরাজিসহ উপ কমিটির নেতারা।
এসময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আতঙ্কিত হয়ে সমস্যার সমাধান হবে না এবং গুজবে কান দিলে চলবে না। স্বাস্থ্যবিধি সতর্কভাবে মেনে চলতে হবে। এই মুহূর্তে আমাদের সবার কাজ স্বাস্থ্য বিধি সতর্কভাবে মেনে চলা। বেঁচে থাকার জন্য যা যা করা দরকার তা করা।
ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী বলেন, দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শে আমরা করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ করছি। এই কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন সামাজিক, পেশাজীবী সংগঠনের মধ্যে কারোনা সামগ্রী বিতরণ করছি। তিনি বলেন, বর্তমানে ঝুকি নিয়ে সাংবাদিকরা ভাইয়েরা দেশের মানুষের কাছে খবর পৌছে দিচ্ছেন। তাই আমরা চাই, তারা আগে নিরাপদ থাকুক। সেজন্য উপস্থিত সাংবাদিকদের আমন্ত্রণ, আপনারা করোনা প্রতিরোধ সামগ্রী গ্রহণ করবেন। নিজে নিরাপদ থাকবেন। দেশবাসীকে খবর পৌঁছে দেবেন।
বিডি প্রতিদিন/হিমেল