রাজশাহীর চারঘাটে আখলিমা বেগম (৫০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলা মাড়িয়া এলাকার একটি আমবাগান থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। আখলিমা ওই এলাকার কাশেম মন্ডলের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুণ্ডু জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আখলিমাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত