২ এপ্রিল, ২০২০ ২০:৫৭

রাজধানীতে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন যুবলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন যুবলীগ নেতা

রাজধানীতে দিনমজুর, অসহায় ও দুস্থ ২০০ পরিবারের মাঝে এক সপ্তাহের খাদ্যসামগ্রী বিতরণ করেছেন যুবলীগের কেন্দ্রীয় নেতা মো. নূর আলম মিয়া। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শাহজাদপুর ও গুলশান লিংক রোড এলাকায় তিনি এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। 

খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, আলু, পিয়াজ, তেল, লবণ ও হাত ধোয়ার সাবান।

করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে সরকার ঘোষিত টানা সাধারণ ছুটিতে দিনমজুর শ্রেণির জনগণের আয় কমে যাওয়ায় যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে সাড়া দিয়ে নিজ উদ্যোগে দুস্থদের পাশে দাঁড়িয়েছেন বলে জানান নূর আলম। তিনি এনজেএন ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সদস্য। 

খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তরের ২১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম।

নূর আলম বলেন, করোনাভাইরাসের কারণে দিনমজুর শ্রেণির জনগণ বেশি কষ্টে আছেন। তারা স্বাভাবিক সময়ে কাজ করে খেলেও এখন তাদের কাজ বন্ধ। 

তিনি আরও বলেন, এখন আমাদের সবার উচিত এসব দুস্থ মানুষদের পাশে দাঁড়ানো। তাই আমি কাজ করে যাচ্ছি। সামর্থবানরা দুস্থ মানুষদের জন্য এগিয়ে আসবেন বলেও আশাপ্রকাশ করেন তিনি। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর