শিরোনাম
২৪ মে, ২০২০ ০০:৩৫

বরিশালে আম্ফানে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালে আম্ফানে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান

ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত বরিশাল জেলার ১৪৩টি পরিবারে খাদ্য সামগ্রী, স্যালাইন, বিশুদ্ধ পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ নগদ অর্থ প্রদান করেছে শেখ হাসিনা সেনানিবাস কর্তৃপক্ষ। ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে জেলার বিভিন্ন এলাকায় ঝড়ে বিধ্বস্ত ১০টি ঘর শেখ হাসিনা সেনানিবাসের ৬২ ইস্ট বেঙ্গলের ক্যাপ্টেন আশফানের তত্ত্বাবধানে মেরামত করে দেয়া হয়। 

শনিবার বরিশালের হরিনা ফুলিয়া এমদাদিয়া এতিমখানা, চরকাউয়া আহামাদিয়া এতিম খানা, চরমোনাই আহসানাবাদ রশিদিয়া এতিম খানা জেলার ২০টি এতিমখানায় নগদ অর্থ, চিনিগুরা চাল, ভোজ্য তেল, চিনি, গুড়া দুধ ও সেমাই বিতরণ করে সেনাবাহিনী।

এর আগে ঘূর্ণিঝড়কালীন উপকূলীয় জনগণের জানমাল রক্ষায় তৎপর ছিল শেখ হাসিনা সেনানিবাস তথা ৭ পদাতিক ডিভিশন। ৬ পদাতিক ব্রিগেডের আওতাধীন ৬২ ইষ্ট বেঙ্গলের নেতৃত্বে জেলার প্রতিটি উপজেলায় একটি করে মোট ১০টি (ডিএমটি) দুর্যোগ মোকাবেলা দল ও ১টি স্পেশাল টিম প্রস্তুত রাখা হয়। এছাড়া ৬২ ইস্ট বেঙ্গল স্থানীয় বেসামরিক প্রশাসনের সাথে সমন্বয় করে দুর্যোগ মোকাবেলা করে। শেখ হাসিনা সেনা নিবাসের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর