১ জুন, ২০২০ ০২:৫৮

উপসর্গ নিয়ে ঢামেক করোনা ইউনিটে ২২ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

উপসর্গ নিয়ে ঢামেক করোনা ইউনিটে ২২ জনের মৃত্যু

ফাইল ছবি

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত শনিবার বিকেল ৪টা থেকে রবিবার (৩১ মে) বিকেল ৫টা পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে তিনজনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। বাকিরা করোনা সন্দেহ ও উপসর্গ নিয়ে মারা গেছেন। 

হাসপাতাল সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়ার আব্দুল কুদ্দুস (৫৫), রাজধানীর খিলগাঁওয়ের ইমদাদুল হক (৬০) এবং নোয়াখালী বেগমগঞ্জের জসিম উদ্দিন (৪৫) তিনজনের করোনা পজিটিভ পাওয়া যায়।

এছাড়াও করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন, রাজধানীর বাড্ডা এলাকার তাসলিমা  (৪০), গাজীপুরের লুৎফুর রহমান (৫৫), দক্ষিণ কেরাণীগঞ্জের আমীর হোসেন (৫৪), ময়মনসিংহের বেবী আকতার (৩৬), রাজধানীর শ্যামপুর এলাকার দিলীপ সাহা (৬৮), কতোয়ালীর খাজা মুনসুর (৮৫), কদমতলী এলাকার আনোয়ার হোসেন (৮৩), দারুসসালামের রাহিমা (৬৫) ও রাহিমা (৬৫), শ্যামপুরের স্বপন (৩২), পল্লবীর সেতারা কবীর (৬৫),  সূত্রাপুরের মিলন (৫০), রাজধানীর শাহবাগ এলাকার রেশমা (৩০), আবুল খায়ের (৬৫), ফেনীর সিরাজুল ইসলাম (৭০), নারায়ণগঞ্জ সদরের মনিরুজ্জামান (৪৮), কুমিল্লা চান্দিনার শারমিন ইসলাম (৩২), বরিশালের সুভাষ (৫৫), জামালপুরের রোজীনা (১৮), নোয়াখালী বেগমগঞ্জের নাবীর হোসেন (৬৫)।

 

বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর