৪ জুন, ২০২০ ১৭:১৭

ঢামেকের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

ঢামেকের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু

ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢাম হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনাভাইরাস পজিটিভ ৩ পুরুষ ও ২ নারীসহ ৫ জনের।

করোনার উপসর্গ নিয়ে অন্যরা মারা গেছেন। ঢামেক হাসপাতালে গত ২ মে থেকে শুরু করা করোনা ইউনিটে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টা পযর্ন্ত করোনা ইউনিটে নারী ও পুরুষ মিলে ৪৫৩ জন মারা গেছেন। এদের মধ্যে ১০৫ জন করোনা আক্রান্ত হয়ে মারা যান।

ঢামেক হাসপাতাল করোনা ইউনিটের ওয়ার্ড মাস্টার রিয়াজউদ্দিন বৃহস্পতিবারে বিকেলে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গেছে ৩ জন পুরুষ এবং ২ নারীসহ ৫ জনের। অন্যরা করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

তিনি আরও বলেন, আমাদের এই হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য শিশু করোনা ইউনিটসহ ৩টি ইউনিট চালু করা হয়েছে। এখানে রোগী ভর্তি ও চিকিৎসার দিন-রাত ২৪ ঘণ্টাই চলছে।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর