‘পাটকল বন্ধ নয়, শ্রমিক ছাঁটাই নয়’ স্লোগানে সরকারি পাটকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিক ফেডারেশনের উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি হিমাংশু সাহা, জেলা কমিটির সহ সভপতি বিথী আক্তার, আবুল কাশেম জয়, দিন ইসলাম, মো. জাকির হোসেন, মো. মইনুদ্দিন বাড়ী, মো. নাছির হোসেন ও রবিউল চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিক্ষোভ সমাবেশে জেলা জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি হাফিজুর রহমান বলেন, সংসারের পিতা যিনি তিনিই খাবার দিবেন। রাষ্ট্র আমাদের পিতা সুতরাং রাষ্ট্রই আমাদের খাবারের ব্যবস্থা করবেন। কিন্তু সরকার তা করছে না। এমনিতেই করোনার কারণে দেশে নাজুক অবস্থা সৃষ্টি হয়েছে। এই অবস্থার মধ্যে সরকার ২৬ টি পাটকল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। সরকারকে এই সিদ্ধান্ত থেকে সড়ে আসতে হবে। অন্যথায় সারাদেশের শ্রমিকদের নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলা হবে। কোনো শ্রমিক ছাঁটাই করা যাবে না। বেকার সমস্যার সমাধান করতে হবে।
বিডি প্রতিদিন/হিমেল