৯ আগস্ট, ২০২০ ১৫:৫৮

খুলনায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

খুলনায় পুলিশ-র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা ও সরকারি ত্রাণের সুষ্ঠু বন্টনের বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া খুলনা-ডুমুরিয়া-সাতক্ষীরা নবনির্মিত মহাসড়কে দুর্ঘটনা রোধে রোড মার্কিং এবং দাকোপে মদের দোকান বন্ধের বিষয়ে আলোচনা করা হয়।

রবিবার খুলনা জেলা আইন-শৃঙ্খলা কমিটির আগস্ট মাসের সভায় অনলাইনে জুম প্রযুক্তির মাধ্যমে এসব বিষয়ে আলোচনা হয়। 

জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এতে সভাপতিত্ব করেন। এসময় ফুলতলা উপজেলা চেয়ারম্যান খুলনার খানজাহান আলী থানার মশিয়ালি এলাকায় ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে ওই এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযানের দাবি জানান। এছাড়া করোনা প্রতিরোধে যানবাহনে স্বাস্থ্যবিধি প্রতিপালন, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, অবাঞ্চিত পাসপোর্ট গ্রহণের সুযোগ বন্ধে জন্মসনদ নিয়ে পাসপোর্ট ইস্যু না করাসহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়। 

সভায় পুলিশ সুপার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সিভিল সার্জন, উপজেলা চেয়ারম্যান, ইউএনও, সরকারি কর্মকর্তাসহ কমিটির সদস্যরা জুম প্রযুক্তির মাধ্যমে অংশগ্রহণ করেন।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর