১২ আগস্ট, ২০২০ ১৭:০২

কীর্তনখোলা নদীতে পড়ে খেয়া যাত্রী নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

কীর্তনখোলা নদীতে পড়ে খেয়া যাত্রী নিখোঁজ

প্রতীকী ছবি

বরিশাল নগরী সংলগ্ন কীর্তনখোলা নদীতে পড়ে এক খেয়া যাত্রী নিখোঁজ হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

নিখোঁজ ব্যক্তির নাম ফয়েজ মাহমুদ। সে ভোলার চরফ্যাশন উপজেলার সুলতান মাহমুদের ছেলে। 

বরিশাল নৌ থানার ওসি আল-মামুন জানান, ফয়েজ মাহমুদ যাত্রীবাহী খেয়া নৌকায় বরিশাল নগরী থেকে কীর্তনখোলার পূর্ব তীরের চরকাউয়ায় যাচ্ছিলেন। নৌকাটি মাঝ নদী অতিক্রমকালে ফয়েজ অসুস্থ হয়ে নদীতে পড়ে যায়। এ সময় অন্য যাত্রীরা তাকে ধরার চেষ্টা করে ব্যর্থ হয়। তবে তারা ফয়েজ মাহমুদের হাত ব্যাগটি ধরে রাখেন। ওই ব্যাগে থাকা কাগজপত্রের সঙ্গে চিকিৎসকের ব্যবস্থাপত্র রয়েছে। ফয়েজ মাহমুদের ব্যবস্থাপত্রে ডায়াবেটিস এবং হৃদ রোগের কিছু ওষুধ লেখা রয়েছে। নৌকায় অসুস্থ হয়ে নিজের ভারসম্য রাখতে না পেরে ফয়েজ নদীতে পড়ে যায় বলে বলে ধারণা করছেন তারা।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু নদীতে প্রচণ্ড স্রোত থাকায় দুপুর আড়াইটায় ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করে বলে জানান নৌ থানার ওসি।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর