শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির যৌথ উদ্যোগে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫-তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল শনিবার রাজধানীর উত্তরার শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ক্রিয়েটিভ হাব-এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ভারপ্রাপ্ত উপাচার্য ও কোষাদক্ষ অধ্যাপক শামসুন নাহার।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শোক দিবস নিয়ে মূল্যবান বক্তব্য রাখেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির চেয়ারম্যান অধ্যাপক মোস্তাফিজুল হক, শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মো. আহসানুল কবিরসহ প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ, পরিচালক, আইকিউএসি, মুক্তিযোদ্ধা মো. মজিবুর রহমান দিলু, উপ-পরিচালক, শান্ত-মারিয়াম ফাউন্ডেশন, ড. জেবুন্নাহার জেবু, অতিরিক্ত পরিচালক, আইকিউএসি, এ. কে. এম. সিরাজুল ইসলাম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ও বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধানগণ।
বক্তাগণ জাতীর পিতার আদর্শকে প্রজন্ম থেকে প্রজন্ম চিরভাস্বর করে রাখতে নতুন প্রজন্মের কাছে এর শিক্ষা ও আদর্শ সঠিকভাবে পৌঁছে দেয়ার ব্যাপারে জোর তাগিদ দেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এ. কে. এম. সিরাজুল ইসলাম ও ফিরোজ আহমেদ ইকবাল। সার্বিক সহযোগিতায় ছিলেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির রেজিস্ট্রার স্থপতি হোসনে আরা রহমান।
বিডি প্রতিদিন/আবু জাফর