মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ ও নাগরিকদের সহজেই পুলিশি সেবা দিতে গাজীপুর মেট্রোপলিটনের প্রতিটি ওয়ার্ডে বিট অফিস চালুর উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন।
রবিবার দুপুরে নগরীর ২৪নং ওয়ার্ডের ভানুয়া বিট পুলিশিং অফিস উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এ সময়ে কমিশনার জানান, সমন জারি, অপরাধীদের তথ্য সংগ্রহ করা, মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করা, চুরি-ডাকাতি বন্ধ এবং অপরাধ অনুযায়ী বিট এলাকায় তাৎক্ষণিক ব্যবস্থা করাই হচ্ছে এর মূল উদ্দেশ্য।
এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আজাদ মিয়া, উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ শরিফুর রহমান, সদর থানার ওসি মুহাম্মদ আলমগীর ভুঞা, বিট অফিসার ফোরকান মোল্লা, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. রফিকুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমানসহ স্থানীয় বাসিন্দারা।
বিডি প্রতিদিন/আবু জাফর