দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন করেছে বরিশাল বিসিক শিল্প মালিক সমিতি। শনিবার দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিলো কোরআন তেলাওয়াত, এতিমদের মাঝে খাবার বিতরণ, বৃক্ষরোপন এবং আলোচনা সভা ও মিলাদ-মাহফিল। শনিবার সন্ধ্যায় বিসিক শিল্প মালিক সমিতি কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
বরিশাল বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি শিল্পপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প মালিক সমিতির প্রধান উপদেষ্টা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম, শিল্প নগরীর উপ-মহাব্যবস্থাপক মো. জালিস মাহমুদ, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা, শিল্প নগরী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল