রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ফেনসিডিলসহ কাদের (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১০।গতকাল সোমবার দিবাগত রাতে র্যাব-১০ এর অধিনায়ক (সিও) এডিশনাল ডিআইজি কাইমুজ্জামান খান গণমাধ্যমকে বিষয়টি জানায়।
তিনি জানান, দুপুরে র্যাব-১০ এর একটি দল যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালায়। অভিযানে ১০০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে দুটি মোবাইল ও নগদ ৭৮০ টাকা জব্দ করা হয়। কাদের পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে ঢাকাসহ আশপাশের এলাকায় মাদক সরবরাহ করতো। তার বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক