ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলায় বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই মো. সুজন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাঅ সোমবার উপজেলার দ্বিতীয় বুড়িগঙ্গা সেতুর উত্তর পাশের প্রথম পিলারের মাঝ বরাবর নদীর কচুরিপানার ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। নিহতের বয়স আনুমানিক (৪৫) বছর জানালেও তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
এসআই সুজন আরও জানান, দুপুরে নদীর কচুরিরপানার মধ্যে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক