বিডি প্রতিদিন/এ মজুমদার
শিরোনাম
- থিম্পুতে চলছে এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫
- মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে আহার বিতরণ বসুন্ধরা শুভসংঘের
- পি-২২: পাহাড়ে ঘুরে বেড়ানো সিংহ হয়ে উঠল পরিবেশ আন্দোলনের মুখ
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি
- ৫ বলে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার
- ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস, বাড়বে গরমের অনুভূতি
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
রাজশাহীতে প্রকৌশলীকে জখম করা ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করার দাবি
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
অনলাইন ভার্সন

রাজশাহী গণপূর্ত কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী দেলওয়ার হোসেনকে (২৮) পিটিয়ে জখম করা ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করার দাবি জানানো হয়েছে। মঙ্গলবার রাজশাহী গণপূর্ত কার্যালয় চত্বরে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি এর আয়োজন করে।
এতে বক্তারা বলেন, অনৈতিক সুবিধা দেওয়ার প্রস্তাব নাকচ করে প্রকৌশলীরা যখনই নিম্নমানের কাজের প্রতিবাদ করেন তখনই প্রভাবশালী ঠিকাদাররা তাদের ওপর চড়াও হয়। এ রকম অনেক ঘটনা ঘটে। লোকলজ্জায় প্রকৌশলীরা সেসব ঘটনা চেপে যান। কিন্তু এ রকম অবস্থা চলতে পারে না। এখন থেকে যে ঠিকাদারই প্রকৌশলীকে লাঞ্ছিত করবেন, তার লাইসেন্সস বাতিলসহ তাকে কালো তালিকাভুক্ত করার দাবি জানান বক্তারা। একইসঙ্গে তারা প্রকৌশলী দেলওয়ার হোসেনের ওপর হামলাকারী ঠিকাদার শাহাবুল মঞ্জু লিটনের ‘সাফির ইঞ্জিনিয়ার অ্যান্ড বিল্ডার্সের’ লাইসেন্স বাতিলসহ প্রতিষ্ঠানটির চলমান সব কাজের কার্যাদেশ বাতিল করার দাবি জানান।
উল্লেখ্য, রাজশাহী গণপূর্ত কার্যালয়-২ এর উপসহকারী প্রকৌশলী দেলওয়ার হোসেনের অফিস কক্ষেই সোমবার তার ওপর হামলার ঘটনা ঘটে। শাহাবুল মঞ্জু লিটন ও আতিকুর রহমান আতিক নামের দুই ব্যক্তি এই প্রকৌশলীকে পিটিয়ে রক্তাক্ত জখম করেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
হামলাকারী শাহাবুল মঞ্জু লিটন ও আতিকুর রহমান আতিক নগরীর সাহেববাজার এলাকার আবুল হোসেন নামে এক ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে প্রকৌশলীর কার্যালয়ে গিয়েছিলেন। ঠিকাদারী এই প্রতিষ্ঠানটি রাজশাহীর পুঠিয়া উপজেলা ভূমি অফিস নির্মাণের কাজ করছে। সিডিউল অনুযায়ী কাজ না করা এবং নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণে আগের দিন সোমবার প্রকৌশলী দেলওয়ার হোসেন কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন। আর এ কারণে অফিসে গিয়ে তার ওপর হামলার ঘটনা ঘটে। পরে পুলিশ তাদের আটক করে। রাজশাহী গণপূর্ত বিভাগ-২ এর উপবিভাগীয় প্রকৌশলী ইফতেখায়ের আলম একটি মামলাও করেন।
এই হামলার প্রতিবাদেই মঙ্গলবার মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির জেলা শাখার সভাপতি মো. ছাইদুজ্জামান। পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. আয়াতুল্লাহ। অন্যদের মধ্যে বক্তব্য দেন- বাংলাদেশ গণপূর্ত অধিদফর শ্রমিক কর্মচারী ইউনিয়নের জেলা শাখার সভাপতি বাবর আলী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর স্বপন, ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইডিবি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আবদুল নোমান, জেলার সহসভাপতি মেরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মেরাজুল আলম, কাউন্সিলর মোখলেসুর রহমান প্রমুখ।
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর