পাকিস্তানের নিবর্তনমূলক ব্লাসফেমি আইন বাতিল চেয়ে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানকে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন। গুলশান-২ নম্বর গোলচত্বরে এক সমাবেশ শেষে বুধবার দুপুরে পাকিস্তান হাইকমিশনে এ স্মারকলিপি পৌঁছে দেন সংগঠনটির নেতারা।
পাকিস্তানের খ্রিস্টানসহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ব্লাসফেমি আইনের অপব্যবহার ও হয়রানি, নির্যাতন এবং মৃত্যুদ- বন্ধসহ মানবাধিকার পরিপন্থী ব্লাসফেমি আইন অবিলম্বে বাতিলের দাবি জানানো হয়েছে স্মারকলিপিতে। একইসঙ্গে যাদের এ আইনে মৃত্যুদণ্ডের রায় হয়েছে, তাদের ক্ষমা করার দাবি জানানো হয় সমাবেশে।
মোবাইল এসএমএসে অবমাননাকর মন্তব্যের অভিযোগে সম্প্রতি পাকিস্তানের আদালতে খ্রিস্টান ধর্মাবলম্বী যুবক আসিফ পারভেজের মৃত্যুদণ্ডের রায় দেয়। স্মারকলিপিতে তার প্রসঙ্গসহ খাইবার পাখতুনখাওয়ায় ব্লাসফেমি আইনে আরেক খ্রিস্টান ধর্মাবলম্বী ডেভিড মসিহকে অভিযুক্ত করার কথাও উল্লেখ করা হয়।
বিডি প্রতিদিন/আরাফাত