বুড়িগঙ্গা নদীর জিনজিরা থানার ঘাট এলাকা থেকে আজ শনিবার রাতে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে বরিশুর নৌ থানা পুলিশ। লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বরিশুর নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. সোবাহান হোসেন এ খবর নিশ্চিত করে জানান, শনিবার রাতে একটি ভাসমান লাশ দেখতে পেয়ে এলাকাবাসী নৌ পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। লাশটির পরিচয় জানা যায়নি।
লাশটি ২২-২৩ বছরের এক তরুণের বলে ধারণা করা হচ্ছে। পরনে কালো জিন্স প্যান্ট ও লাল রংয়ের ফুল হাতা শার্ট ছিল। লাশটি ২-৩ দিন আগের হবে, পচন ধরায় আঘাতের চিহ্ন আছে কিনা তা নির্ণয় করা যায়নি। ময়না তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বিডি-প্রতিদিন/শফিক