২৭ সেপ্টেম্বর, ২০২০ ২১:৪৭

ছিনতাইকারী ধরে দেওয়ায় নারীকে পুলিশ কমিশনারের সম্মাননা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ছিনতাইকারী ধরে দেওয়ায় নারীকে পুলিশ কমিশনারের সম্মাননা

বরিশালে নিজের ব্যাগ ছিনতাইকারী এক রিকশা চালককে একদিন পর হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করায় এক নারীকে সন্না পুরস্কার দিয়েছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

আজ রবিবার দুপুরে বরিশাল বিএম কলেজের অডিটোরিয়ামে মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভায় লাইজু বেগম নামে ওই নারীর হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন তিনি। 

এ সময় ওই নারী তার ব্যাগ ছিনতাই ও ছিনতাইকারীকে আটকের অভিজ্ঞতা তুলে ধরে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সাহসী ওই নারীর নাম লাইজু বেগম। তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার উত্তর বাহেরচর এলাকার বাসিন্দা। 

মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল সদস্য মো. ওবায়দুল হক জানান, লাইজু বেগম গত ২৩ আগস্ট ভোরে বরিশাল নদী বন্দর থেকে একটি ব্যাটারি চালিত রিকশায় উত্তর বাহেরচরের বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে নগরীর মহামায়ার পোল লাদেন সড়কের মধ্যে রিকশা চালকবেশী সালাম হাওলাদার ওই নারীর ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায়।

পর দিন ২৪ আগস্ট ওই নারী বরিশাল নগরীর বিভিন্ন এলাকা ঘুরে রিকশা চালকবেশী ছিনতাইকারী সালাম হাওলাদারকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেন। তার এই সাহসিকতার জন্য পুলিশ কমিশনার তাকে সম্মাননা পুরস্কার দেন।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর