রাজধানীর বংশাল এলাকায় থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ ফারুক হোসেন (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে। রবিবার বিকেলে বংশাল আবুল হাসনাত রোড এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (ঢাকা উত্তর) মো. মেহেদী হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিদেশি পিস্তল, ২৯ রাউন্ড গুলি ১০০০ পিস ইয়াবা, মাদক ও অস্ত্র বিক্রয় ৬ লাখ টাকা ও একটি মোবাইল ফোনসহ ফারুক হোসেন নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। ফারুক কাপড়ের ব্যবসার পাশাপাশি মাদক ও অস্ত্র ব্যবসার করতেন বলে জানা গেছে। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে এবং আইনানুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার