প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহায়তা ও স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৭ অক্টোবরের মধ্যে স্কুল খোলার ঘোষণার দাবিতে কিন্ডারগার্টেন ও সমমান স্কুল রক্ষা জাতীয় কমিটি সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত প্রায় ৪০ হাজার কিন্ডারগার্টেনে কর্মরত প্রায় ৮ লাখ শিক্ষক-কর্মচারীর জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহায়তা বরাদ্দ, স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয় খুলে দেয়া ও স্ব-স্ব স্কুলে বার্ষিক মূল্যায়ণ পরীক্ষা নেয়ার সুযোগ দানের দাবি করা হয়।
রবিবার (১১ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ২১টি সংগঠনের যৌথ প্রয়াসে গঠিত এই জাতীয় কমিটির আহবায়ক মো. মিজানুর রহমান সরকারের সভাপতিত্বে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ও নানা প্রশ্নের উত্তর দেন সদস্য সচিব জিএম কবির রানা।
কমিটির প্রধান সমন্বয়কারী মোহাম্মদ আবদুল অদুদের উপস্থাপনায় এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা নুরুজ্জামান কায়েস, উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম খন্দকার, বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা জি.এম, যুগ্ম আহবায়ক এম এইচ বাদল, লায়ন তাজুল ইসলাম, উপদেষ্টা আহসান সিদ্দিকী, এম এ ছিদ্দিক মিয়া, ফারুক আহমেদ, সদস্য দৌলত দায়েন রাফে (রানা), আবদুল হাই, সফিকুল ইসলাম স্বপন, শেখ মিজানুর রহমান, নাজমা বেগম, হারুনুর রশীদ, নিয়াজ আহমেদ, শান্তা ফারজানা, তাকবীর আহমেদ, আলমগীর হোসেন, জাহাঙ্গীর আলম, এম মান্নান মনির ও মো. আলাউদ্দিন প্রমুখ। এছাড়া তৌহিদুল ইসলাম মাতীন, ডা. সিরাজুল আলম ভূইয়া, জয়নাল আবেদীন জয়, জহিরুল ইসলাম খান, মোঃ হাসান আলী, এ.এস.এম তুহিন ও আল মামুন প্রমুখসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ