রাজধানীর উত্তরখানে মিকাইল শেখ (৩৪) নামে এক গার্মেন্টসকর্মী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। উত্তরখান থানা-পুলিশ রবিবার রাতে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
খুলনা সোনাডাঙ্গা উপজেলার সুবহান শেখের ছেলে মিকাইল। উত্তরখানে স্ত্রী সোনিয়া খাতুনকে নিয়ে ভাড়া থাকতেন তিনি।
উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ মৃতদেহের সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, স্ত্রী সোনিয়া খাতুন গার্মেন্টসে চাকরি করতেন এটি মিকাইলের পছন্দ হতো না। অফিসে সহকর্মীদের সঙ্গে সোনিয়া কথা বলতেন এ জন্য মিকাইল তাকে সন্দেহ করতেন। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল এবং সোনিয়ার পরকীয়া সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন মিকাইল। এসব বিষয় নিয়ে কলহের কারণে গলায় ফাঁস দেন তিনি। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে বলেও জানান আবুল কালাম আজাদ।
বিডি প্রতিদিন/এ মজুমদার