রাজধানীর যাত্রাবাড়ীতে দুই হাজার পিস ইয়াবাসহ মো. সজীব (২০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, যাত্রাবাড়ী থানার কুতুবখালী পকেট গেট এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি সজীবকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার আসামির বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার