রাজধানীর তুরাগ থানা এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তুরাগ থানা পুলিশ অভিযান চালিয়ে ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দু’জন নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটকরা হলেন- লক্ষ্মী বেগম (৩৫) ও মোসা. কহিনুর আক্তার মিতু (৩২)।
আজ দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে একটি বাসায় অভিযান চালিয়ে ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটকরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। তাদের বিরুদ্ধে তুরাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওয়ালিদ হোসেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার