অগ্রণী ব্যাংকের ডিজিএম হলেন মো. সাইফুল আমির। আজ সোমবার অগ্রণী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, মো. সাইফুল আমির অগ্রণী ব্যাংকে ১৯৯৪ সালে অফিসার হিসেবে যোগদান করেন। এরপর তিনি পর্যায়ক্রমে এজিএম হয়ে সেন্ট্রাল ল কলেজে শাখা ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি অগ্রণী ব্যাংকের হেড অফিসের বোর্ড রুম এজিএম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সাইফুল আমির ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ