বরিশালে ফেনসিডিলের একটি মামলার রায়ে মনির গাজী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে মামলার আরেক আসামি মিজানুর রহমানকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
আজ রবিবার বরিশালের ১ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ মাহবুব আলম আসামিদের অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মনির বরিশাল সদর উপজেলার চর বুখাইনগর এলাকার জালাল গাজীর ছেলে।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রেজাউল ইসলাম লিটন জানায়, ২০১৪ সালের ১৭ জানুয়ারি বরিশাল নগরীর নদী বন্দর এলাকা থেকে একটি সিলভারের পাত্রে ৪০ বোতল ফেনসিডিল সহ মনিরকে আটক করে কোতোয়ালী মডেল থানা পুলিশ। এ সময় তার সহযোগী মিজানুর রহমান পালিয়ে যায়।
এ ঘটনায় মনির ও মিজানকে আসামি করে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন তৎকালীন উপ-পরিদর্শক আব্দুর রহমান মুকুল। একমাস পর এসআই শাহ মো. ফয়সাল আহমেদ আসামিদের বিরুদ্ধে আদালতে এই মামলার অভিযোগপত্র দেন।
পরে আদালত ৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও আরেক জনকে বেকসুর খালাসের আদেশ দেন। রায়ের সময় পলাতক থাকায় মনিরের বিরুদ্ধে সাজা এবং গ্রেফতারি পরোয়ানা জারীর নির্দেশ দেন আদালত।
বিডি প্রতিদিন/আবু জাফর