দুই হাজার ছয়শত করোনাভাইরাস আক্রান্ত মানুষকে চিকিৎসা সেবা প্রদান করেছেন ডা. তুষার মাহমুদ। তারই স্বীকৃতি হিসেবে ডা. তুষারকে 'ই-কমার্স মুভারস অ্যাওয়ার্ড' প্রদান করেছে ই-ক্যাব। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক রবিবার রাতে ই-ক্যাবের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে এ সম্মাননা তুলে দেন ডা. তুষারের হাতে।
করোনাকালীন সময়ে মানবতার সেবায় অবদান রাখার স্বীকৃতি হিসেবে মোট ১২ জন ব্যক্তি ও ১০০ ই-কমার্স প্রতিষ্ঠানকে 'ই-কমার্স মুভারস অ্যাওয়ার্ড' প্রদান করা হয় রাজধানীর পূর্বাচল ক্লাবে আয়োজিত ই-ক্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে।
উল্লেখ্য, দুই হাজার ছয়শত করোনা রোগীসহ চার সহস্রাধিক রোগীকে টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করেছেন ডা. তুষার।
বিডি প্রতিদিন/ফারজানা/খোকন