বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেছেন, নিরাপদ সমাজ গড়ার জন্য বিট পুলিশিং অত্যন্ত জরুরি। বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিংকে শক্তিশালী করতে পাড়লে সমাজ থেকে মাদক নির্মুল করা সম্ভব। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে সমাজের সমস্যাসমূহ চিহ্নিত করে সমাজ থেকে অপরাধ প্রবণতা দূর করে অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে মেট্রোপলিটন পুলিশ। তাই পুলিশকে তথ্য দিয়ে সহযোগীতা করার জন্য জনগনের প্রতি আহ্বান জানান পুলিশ কমিশনার।
মঙ্গলবার দুপুরে বরিশাল মেট্রোপলিটনের বিমান বন্দর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
বিমান বন্দর থানার ওসি এসএম জাহিদ-বিন আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-কমিশনার (উত্তর) মো. খাইরুল আলম, অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. ফজলুল করিম এবং সহকারী কমিশনার (বিমান বন্দর থানা) নাসরিন জাহান।
এ সময় ট্রাফিক বিভাগের পরিদর্শক বিদ্যুৎ চন্দ্র দে, বিমান বন্দর থানার পরিদর্শক (তদন্ত) শাহ্ মো. ফয়সাল, পরিদর্শক (অপারেশন) মো. মোস্তাফিজুর রহমান অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ওপেন হাউজ ডে অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণির জনগণ এলাকার সমস্যাসমূহ তুলে ধরেন। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশকে নানা পরামর্শ দেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার