রাজধানীর বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগের ঘটনায় (রিপোর্ট লেখা পর্যন্ত) ৯টি মামলা হয়েছে। এসব মামলায় ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন।
তিনি বলেন, এখন পর্যন্ত মতিঝিল, পল্টন, শাহবাগ ও বংশাল থানায় পুলিশ বাদী হয়ে ৯টি মামলা দায়ের করেছে। এসব মামলায় ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশ মাঠে কাজ করছে।
বাসে আগুনের ঘটনায় চার থানায় নয়টি মামলায় মোট ২৮০ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্ককর্তা (ওসি) আবু বকর সিদ্দিকি গণমাধ্যমকে বলেন, পল্টন থানায় দায়ের করা দু’টি মামলায় ৫৭ জনকে আসামি করা হয়েছে।
বংশাল থানার ওসি মো. শাহীন ফকির গণমাধ্যমকে বলেন, বাসে আগুনের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় আসামি করা হয়েছে ৫৬ জনকে।
শাহবাগ থানার ওসি মোহাম্মদ মামুন অর রশিদ বলেন, দুই মামলায় ৭৪ জনকে আসামি করা হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে, গুলিস্তান, আজিজ সুপার মার্কেটের সামনে, সচিবালয়ের উত্তর পাশে, পুরান ঢাকার নয়াবাজারে, পল্টন, মতিঝিল, ভাটারা ও উত্তরার আজমপুরে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
বিডি প্রতিদিন/কালাম