রাজশাহীতে ৫০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কের নগরপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি ট্রাকও জব্দ করা হয়েছে।
গ্রেফতার দুইজন হলেন- রাজশাহীর চারঘাট উপজেলার মুক্তারপুর পাইকানপাড়া গ্রামের আবদুল করিমের ছেলে তরুণ হোসেন (২৮) এবং ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার তালশহর এলাকার আক্তার মিয়ার ছেলে মিঠুন মিয়া (২৫)।
র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব বিষয়টি নিশ্চিত করেছে।
র্যাব জানায়, গ্রেফতার দুইজন ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজাগুলো রাজশাহী আনেন। ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়।
এ নিয়ে তাদের বিরুদ্ধে রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ