গাজীপুর সদর উপজেলায় একটি স্কুলে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে স্কুলের তিনটি কক্ষ। স্কুলের অফিস কক্ষসহ আধাপাকা দুটি শ্রেণিকক্ষ এবং অফিস কক্ষে থাকা বই, খাতা, আসবাবপত্র ও কয়েকটি ফ্যানসহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে যায়।
রবিবার দিবাগত রাতে উপজেলার বানিয়ারচালা এলাকার জলপাইতলা মডেল স্কুলে এ ঘটনা ঘটে। পূর্ব শত্রুতার জেরে কেউ আগুন দিয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
জলপাইতলা মডেল স্কুলের প্রতিষ্ঠাতা আকবর আলী পলান জানান, ২০১৫ সালে স্কুলটি প্রতিষ্ঠা লাভ করে। এতে সাড়ে তিনশত শিক্ষার্থী লেখাপড়া করতো। করোনার কারণে প্রায় আটমাস ধরে স্কুলটি বন্ধ রয়েছে। রবিবার রাত ৩টার দিকে স্থানীয়দের ডাকাডাকিতে ঘুম থেকে জেগে স্কুলে আগুন দেখতে পাই।
তাৎক্ষণিকভাবে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তবে তারা ঘটনাস্থলে আসার আগেই এলাকাবাসী আগুন নিভিয়ে ফেলে। পূর্ব শত্রুতার জেরে কেউ এক ঘটনা ঘটাতে পারে বলে তিনি ধারণা করছেন।
শ্রীপুর ফায়ার স্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মিয়া রাজ উদ্দিন জানান, রাত সাড়ে ৩টার দিকে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পূর্বে এলাকাবাসী আগুন নিভিয়ে ফেলেন। আগুনে ওই স্কুলের আসবাবপত্র ও বই-খাতাসহ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায়। তবে আগুন লাগার সঠিক কারণ তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।
সোমবার সকালে গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল জাকি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন ও জয়দেবপুর থানার ওসি জাবেদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডি প্রতিদিন/এমআই