বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) খুলনা জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার টানা চতুর্থ দিনের মতো পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছে জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ১১ থেকে ১৬ গ্রেডভুক্ত কর্মচারীরা।
সচিবালয়ের ন্যায় পদ-পদবি পরিবর্তনসহ বেতন গ্রেড উন্নতকরণের দাবিতে এ কর্মবিরতি পালিত হয়। এসময় তারা মিছিল, সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেন।
এতে বক্তৃতা করেন সংগঠনের সভাপতি খান আনিসুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি কাজী মফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মো. মারুফ হাসান চৌধুরী।
কর্মসূচিতে ইন্সটিটিউট অফ সার্ভে ডিপ্লোমা এসোসিয়েশন, বাংলাদেশ ভূমি প্রশাসন সহকারী সমিতি এবং ১৬ থেকে ২০ গ্রেডের কর্মচারী নেতৃবৃন্দ একাত্মতা ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর