পরিবারের যাবতীয় সব প্রয়োজনীয়তা অনলাইন শপিংয়ের মাধ্যমে পূরণের লক্ষ্যে সম্প্রতি যাত্রা শুরু করলো অন ডিমান্ড অনলাইন ডেলিভারি পরিষেবা 'এনে দাও'। একই দিনে পণ্য ডেলিভারির নিশ্চয়তা এবং গ্রাহকদের রিয়েল টাইম শপিংয়ের অভিজ্ঞতা সরবরাহ করতে এই স্টার্ট-আপটি প্রতিষ্ঠা করেছেন কয়েকজন প্রতিভাবান তরুণ উদ্যোক্তা। শপিংপ্রেমীদের জন্য ২০২০ সালের শেষের দিকে ই-কমার্স সেবা শুরু করার পরিকল্পনা করেছে 'এনে দাও'।
এ বিষয়ে ‘এনে দাও’ এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা তাহমিদ হুদা লাবিব বলেন, ‘এনে দাও’ বিদেশ থেকে আমদানিকৃত এবং স্থানীয় প্যাকেটজাত খাবার পণ্য, বেবি আইটেম, প্রসাধনী, বৈদ্যুতিক সরঞ্জাম, টয়লেটরিজ, বেকিং উপকরণ, স্টেশনারি, খেলনা এবং সমস্ত ধরণের পরিবারের প্রয়োজনীয়তার জন্য অন ডিমান্ড ডেলিভারি পরিষেবা। আমাদের কার্যক্রম শুরু হয় ঢাকার পাইকারি কেনাকাটার কেন্দ্র, গুলশান ১ ডিসিসি মার্কেট থেকে এবং শিগগিরই অন্যান্য বাজারকেও আমরা এই কার্যক্রমের আওয়তায় নিয়ে আসার পরিকল্পনা করছি।’
‘এনে দাও’ সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং সরাসরি ফোনের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে অর্ডার নেয়া এবং পণ্যের দাম ইত্যাদি বিষয়ের জন্য যোগাযোগ করে। আমরা আমাদের গ্রাহকদের ব্যক্তিগত ক্রয়কর্মী হওয়ার অনুভূতি দিয়ে তাদের সব চাহিদা মেটানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছি। অর্ডার নেয়ার সময় আমরা বাজারে বিদ্যমান বিকল্প পণ্যর কথাও উল্লেখ করি এবং দাম সহ গ্রাহকদের রিয়েল টাইম ছবি প্রেরণ করি যাতে আমাদের গ্রাহকরা তাদের কেনাকাটার বিষয়ে আরও ভাল সিদ্ধান্ত নিতে পারেন।
‘এনে দাও’ এর মাধ্যমে প্রিয়জনদের অবাক করা আরও সহজ হয়ে গেছে বলে মন্তব্য করেন প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ফাইজা ফারহা। তিনি বলেন, দৈনন্দিন জীবনকে আরো সহজ করার লক্ষ্যে এনে দাও শুরু করেছে গিফট ডেলিভারি সার্ভিস যার মাধ্যমে এখন যে কোন ব্যক্তি তাদের প্রিয়জনকে কেক, ফুল, চকোলেট ইত্যাদি পাঠাতে পারেন। আমরা গ্রাহকদের প্রয়োজন পূরণ করি এবং তাদের ইচ্ছা এবং পছন্দ অনুযায়ী উপহার আইটেম কাস্টমাইজ করে থাকি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ