রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ১৫ হাজার ইয়াবাসহ চারজন মাদক বিক্রেতাকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।আটকরা হলেন হারুন অর রশিদ (৫০), রুবেল খান (২৭), রেজাউল করিম (২৫) ও কাউছার হাওলাদার (২৪)।
বৃহস্পতিবার রাতে যাত্রাবাড়ী বিবির বাগিচা এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি মতিঝিল বিভাগের একটি টিম। আটকদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ডিবি মতিঝিল বিভাগের সহকারী কমিশনার (এসি) আব্দুল্লাহ আল-মামুন গণমাধ্যমকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। আটকরা দীর্ঘদিন ধরে দেশের সীমান্ত এলাকা থেকে ইয়াবার চালান এনে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।
বিডি-প্রতিদিন/শফিক