বিডি প্রতিদিন/এ মজুমদার
শিরোনাম
- ভূমিকম্প আতঙ্কে ৬ দিনের জন্য বন্ধ জবি
- ২৪ ঘণ্টায় ৯৪ ভূমিকম্প
- বিশাল জয়ে মুশফিকের শততম টেস্ট রাঙালো বাংলাদেশ
- ঢাবির প্রভোস্ট কমিটির জরুরি সভায় তিন সিদ্ধান্ত
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮
- নতুন করে ন্যান্সি-ইমরান গাইলেন সেই কালজয়ী গান
- খুচরা সার ডিলার বহাল রাখার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
- শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে পৃথক তিন মামলার রায় ২৭ নভেম্বর
- কুলাউড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ
- বগুড়ায় ট্রাক চাপায় অটোরিকশা চালক নিহত
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- রাজশাহীতে মাদকসহ ৬ কারবারি গ্রেপ্তার
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৪৫ মামলা
- ৪৮ ঘন্টার জন্য দেশের জ্বালানি কূপগুলোতে ড্রিলিং কার্যক্রম বন্ধ
- হবিগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা
- শেখ হাসিনা-রেহানার মামলার যুক্তিতর্ক ২৫ নভেম্বর
- রণবীরের সঙ্গে ট্রাম্পের হবু পুত্রবধূর নাচের ভিডিও ভাইরাল
- বড় ভূমিকম্প মোকাবিলায় কী পরিস্থিতি হবে, বলা যায় না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- নির্বাচন পরিচালনায় সহযোগিতা করতে প্রস্তুত কমনওয়েলথভুক্ত ৫৬ দেশ
- বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে ট্রেন আটকে রাখল শিক্ষার্থীরা
রাজশাহীতে মঞ্চস্থ হলো ‘বাতিঘর’
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
অনলাইন ভার্সন
রাজশাহী জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে মঞ্চস্থ হয়েছে নাটক ‘বাতিঘর’। তিন দিনব্যাপী ‘মুজিব শতবর্ষ নাট্যোৎসব’ এর প্রথম দিন মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও মুক্তিযুদ্ধের কাহিনী অবলম্বনে রচিত এই নাটকটি মঞ্চস্থ হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে এই নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে।
সন্ধ্যা ৬টায় রাজশাহী শিল্পকাডেমির মঞ্চে একটি নৃত্যালেখ্যর মাধ্যমে উৎসব উদ্বোধন করা হয়। এতে অংশ নেন নৃত্যশিল্পী ল্যাডলী মোহন মৈত্র ও আলো মৈত্র। প্রদীপ প্রজ্জ্বলন করে উৎসবের উদ্বোধন করেন রাজশাহী জেলা প্রশাসক আবদুল জলিল।
এ সময় তিনি বলেন, নাটক সমাজ পরিবর্তনের একটি হাতিয়ার। কবিতা যদিও সাহিত্যের সবচেয়ে সর্বোকৃষ্ট একটি মাধ্যম। কিন্তু এর মাধ্যমে শুধু উচ্চ শিক্ষিত মানুষকে জাগানো সম্ভব। তবে নাটকের মাধ্যমে সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরে সকল শ্রেণির মানুষকে সচেতন করা যায়। এ জন্য নাটক হচ্ছে সমাজ পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী একটি মাধ্যম। জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ উৎসব নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে বলেও উল্লেখ করেন তিনি।
বঙ্গবন্ধুর জীবন আদর্শকে কেন্দ্র করে গড়ে ওঠা ‘বাতিঘর’ নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন আনোয়ারুল ইসলাম। অভিনয়ে অংশ নেন গোলাম মোর্শেদ, মনোয়ার হোসেন, আতাউর রহমান, মোকসেদ আলী, মতিউর রহমান, খালেদা আক্তার, মাহমুদ হাসান, সবুজ আযম, আলমগীর হোসেন, আনোয়ার হোসেন, সাজু আহমেদ, জান্নাতুল রাব্বি, কাজল আক্তার ও কবিতা।
নাটকের পটভূমি রচিত হয়েছে একটি থিয়েটারের কাহিনী নিয়ে। থিয়েটারে কী নাটক করা হবে এ নিয়েই বিতর্ক তৈরি হয়। মুক্তিযুদ্ধের ইতিহাস জানে না এ রকম একজন তরুণী এসে বলেন, বারবার একই মুক্তিযুদ্ধ, একই রাজাকার নিয়ে কেন নাটক হবে। নতুন কোনো কাহিনী নিয়ে হোক। এ সময় একজন মুক্তিযোদ্ধা কথা বলতে বলতে তাদের চিন্তার মোড় ঘুরিয়ে দেন। ফ্ল্যাস ব্যাকে উঠে আসে মুক্তিযুদ্ধের ইতিহাস। উঠে আসে একাত্তরে রাজাকারদের খুন, ধর্ষণ, লুটপাটের চিত্র। একই সঙ্গে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের ত্যাগের মহিমা ফুটে ওঠে। শেষে সবার ভুল ভেঙে যায়। সিদ্ধান্ত হয় বঙ্গবন্ধুকে নিয়েই নাটক হবে।
উৎসবের দ্বিতীয় দিনে বুধবার মঞ্চস্থ হয়েছে কামারুল্লাহ্ সরকার ও নিতাই কুমার সরকার রচিত রাজশাহী থিয়েটার প্রযোজিত নাটক ‘পথিকৃৎ’। নাটকটির নির্দেশনাও দিয়েছেন কামারুল্লাহ সরকার। তৃতীয় দিনে পরিবেশিত হবে বিমল বন্দোপাধ্যায় রচিত ও মামুন উর রশিদ নির্দেশিত রাজশাহী সাংস্কৃতিক সংঘ প্রযোজিত নাটক ‘একটি অবাস্তব গল্প’।
করোনাকালে সীমিত দর্শকের উপস্থিতিতে রাজশাহীতে উৎসবটি উদযাপিত হচ্ছে। কোন দর্শনীর বিনিময় ছাড়াই সকলের জন্য উন্মুক্ত করা হয়েছে উৎসবটি। প্রতিদিন সন্ধ্যায় ছয়টায় উৎসব শুরু হবে।
এই বিভাগের আরও খবর