বিডি প্রতিদিন/এ মজুমদার
শিরোনাম
- মালয়েশিয়ায় বন্যা: শাহ আলমের আশেপাশে বেশ কয়েকটি সড়ক বন্ধ, ভ্রমণে ঝুঁকি
- সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় গাইলেন বাপ্পা মজুমদার ও কোনাল
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- নগদ টাকার লেনদেন কমাতে পারলে দুর্নীতি কমে আসবে: গভর্নর
- প্রথমবারের মতো ভাড়াটিয়া-বাড়িমালিকদের নিয়ে বসছে ডিএনসিসি
- অন্যস্বর টরন্টোর আয়োজনে অভিনেত্রী শান্তা ইসলামের সঙ্গে কথোপকথন
- বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক
- সাক্ষী না আসায় পিছিয়েছে আবু সাঈদ হত্যা মামলার শুনানি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
- সিডনিতে সাবেক এআইইউবিয়ানদের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত
- জামিন পেলেন ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জন
- বাউফলে জাল দলিল তৈরির দায়ে যুবকের কারাদণ্ড
- ৪৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
- অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে: পরিবেশ উপদেষ্টা
- কানাডা সহজ করেছে নাগরিকত্ব পাওয়ার নিয়ম
- বাংলাদেশি চিকিৎসক-নার্স নিয়োগে জিটুজি ফ্রেমওয়ার্ক প্রস্তাব সৌদির
- জাতীয় নির্বাচনে ভোট দিতে ২০ হাজার ৮৬২ প্রবাসীর নিবন্ধন
- মাত্র ১৬ বাসে ঠাঁই মিলল না জবির অধিকাংশ শিক্ষার্থীর
রাজশাহীতে মঞ্চস্থ হলো ‘বাতিঘর’
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
অনলাইন ভার্সন
রাজশাহী জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে মঞ্চস্থ হয়েছে নাটক ‘বাতিঘর’। তিন দিনব্যাপী ‘মুজিব শতবর্ষ নাট্যোৎসব’ এর প্রথম দিন মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও মুক্তিযুদ্ধের কাহিনী অবলম্বনে রচিত এই নাটকটি মঞ্চস্থ হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে এই নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে।
সন্ধ্যা ৬টায় রাজশাহী শিল্পকাডেমির মঞ্চে একটি নৃত্যালেখ্যর মাধ্যমে উৎসব উদ্বোধন করা হয়। এতে অংশ নেন নৃত্যশিল্পী ল্যাডলী মোহন মৈত্র ও আলো মৈত্র। প্রদীপ প্রজ্জ্বলন করে উৎসবের উদ্বোধন করেন রাজশাহী জেলা প্রশাসক আবদুল জলিল।
এ সময় তিনি বলেন, নাটক সমাজ পরিবর্তনের একটি হাতিয়ার। কবিতা যদিও সাহিত্যের সবচেয়ে সর্বোকৃষ্ট একটি মাধ্যম। কিন্তু এর মাধ্যমে শুধু উচ্চ শিক্ষিত মানুষকে জাগানো সম্ভব। তবে নাটকের মাধ্যমে সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরে সকল শ্রেণির মানুষকে সচেতন করা যায়। এ জন্য নাটক হচ্ছে সমাজ পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী একটি মাধ্যম। জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ উৎসব নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে বলেও উল্লেখ করেন তিনি।
বঙ্গবন্ধুর জীবন আদর্শকে কেন্দ্র করে গড়ে ওঠা ‘বাতিঘর’ নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন আনোয়ারুল ইসলাম। অভিনয়ে অংশ নেন গোলাম মোর্শেদ, মনোয়ার হোসেন, আতাউর রহমান, মোকসেদ আলী, মতিউর রহমান, খালেদা আক্তার, মাহমুদ হাসান, সবুজ আযম, আলমগীর হোসেন, আনোয়ার হোসেন, সাজু আহমেদ, জান্নাতুল রাব্বি, কাজল আক্তার ও কবিতা।
নাটকের পটভূমি রচিত হয়েছে একটি থিয়েটারের কাহিনী নিয়ে। থিয়েটারে কী নাটক করা হবে এ নিয়েই বিতর্ক তৈরি হয়। মুক্তিযুদ্ধের ইতিহাস জানে না এ রকম একজন তরুণী এসে বলেন, বারবার একই মুক্তিযুদ্ধ, একই রাজাকার নিয়ে কেন নাটক হবে। নতুন কোনো কাহিনী নিয়ে হোক। এ সময় একজন মুক্তিযোদ্ধা কথা বলতে বলতে তাদের চিন্তার মোড় ঘুরিয়ে দেন। ফ্ল্যাস ব্যাকে উঠে আসে মুক্তিযুদ্ধের ইতিহাস। উঠে আসে একাত্তরে রাজাকারদের খুন, ধর্ষণ, লুটপাটের চিত্র। একই সঙ্গে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের ত্যাগের মহিমা ফুটে ওঠে। শেষে সবার ভুল ভেঙে যায়। সিদ্ধান্ত হয় বঙ্গবন্ধুকে নিয়েই নাটক হবে।
উৎসবের দ্বিতীয় দিনে বুধবার মঞ্চস্থ হয়েছে কামারুল্লাহ্ সরকার ও নিতাই কুমার সরকার রচিত রাজশাহী থিয়েটার প্রযোজিত নাটক ‘পথিকৃৎ’। নাটকটির নির্দেশনাও দিয়েছেন কামারুল্লাহ সরকার। তৃতীয় দিনে পরিবেশিত হবে বিমল বন্দোপাধ্যায় রচিত ও মামুন উর রশিদ নির্দেশিত রাজশাহী সাংস্কৃতিক সংঘ প্রযোজিত নাটক ‘একটি অবাস্তব গল্প’।
করোনাকালে সীমিত দর্শকের উপস্থিতিতে রাজশাহীতে উৎসবটি উদযাপিত হচ্ছে। কোন দর্শনীর বিনিময় ছাড়াই সকলের জন্য উন্মুক্ত করা হয়েছে উৎসবটি। প্রতিদিন সন্ধ্যায় ছয়টায় উৎসব শুরু হবে।
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর