ইউএস-বাংলা এয়ারলাইন্স-এর জেনারেল ম্যানেজার পাবলিক রিলেশনস মো. কামরুল ইসলাম মুজিব শতবর্ষে ‘মুজিব অ্যাওয়ার্ড’ পেয়েছেন। শনিবার রাজধানীর একটি হোটেলে মুক্তিযোদ্ধা সন্তান ফাউন্ডেশন ও মাদার তেরেসা স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যেগে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।
এভিয়েশন সেক্টরে বিশেষ অবদান রাখার জন্য “মুজিব শতবর্ষে মুজিব অ্যাওয়ার্ড -২০২০” প্রদান করা হয় মো. কামরুল ইসলামকে।
অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখত্। এছাড়া পদক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা সন্তান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা লায়ন মো. মাসুদুর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বিডি প্রতিদিন/এ মজুমদার