গভীর রাতে বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রিয় বাস টার্মিনাল ও নদী বন্দরে শীতে যবুথবু ছিন্নমূল মানুষের গায়ে শীতবস্ত্র জড়িয়ে দিলেন জেলা প্রশাসক। বৃস্পতিবার রাত সাড়ে ১১টা থেকে গভীর রাত পর্যন্ত জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা বাস টার্মিনাল ও নদী বন্দরসহ বিভিন্ন স্থানে আশ্রিত প্রায় ১ হাজার ছিন্নমূল-অসহায় দরিদ্রের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। গভীর রাতে শীত নিবারনের একটি বস্ত্র পেয়ে আনন্দিত দুঃস্থরা। টার্মিনালে ঘুমন্ত অনেক মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন কর্মকর্তারা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে বরিশালের অসহায়-দরিদ্র শীতার্ত মানুষের জন্য এই শীতবস্ত্র প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদ, নেজারত ডেপুটি কালেক্টর মো. নাজমূল হুদা, সহকারী কমিশনার সুব্রত কুমার বিশ্বাস, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, সদর উপজেলা পিআইও মো. কামররুামান সহ স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা এসএনডিসির সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ