রূপগঞ্জ সীমান্তবর্তী ডেমরায় পুলিশের অভিযানে জাল টাকাসহ মো. আবু হানিফ (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১ হাজার টাকা মূল্য মানের ২৩ টি জাল নোট ও ১টি মোবাইল উদ্ধার করা হয়।
শুক্রবার বেলা ১১ টায় তাকে আদালতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে ডেমরার পাড়াডগাইর এলাকার রাস্তা থেকে তাকে হানেনাতে গ্রেফতার করা হয়। এ বিষয়ে বৃহস্পতিবার রাতেই গ্রেফতার আবু হানিফের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-ক(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
হানিফ বাগেরহাটের মোড়লগঞ্জ থানার হোগলাবুনিয়া গ্রামের মো. আবু হহাসেম তালুকদারের ছেলে। সে রাজধানীর মীরপুর থানা এলাকার পশ্চিম কাজীপাড়া জামে মসজিদ সংলগ্ন এলাকার ভাড়াটিয়া ছিল।
বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, বৃহস্পতিবার রাতে পাড়াডগাইর এলাকায় জালটাকাসহ অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে আবু হানিফকে গ্রেফতার করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল