কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাতকে বরিশালে বদলি করা হয়েছে। অন্যদিকে বরিশাল মহানগর পুলিশের উপ-কমিশনার মো. খায়রুল আলমকে কুষ্টিয়ার পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তার বদলির আদেশ হয়।
সম্প্রতি অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভা নির্বাচনে এক বিচারিক হাকিমের সঙ্গে দুর্ব্যববহার করে সমালোচনায় জড়িয়ে পড়েন এসপি তানভীর।
পরে গত ১৭ জানুয়ারি তানভীরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আরজি জানিয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেন বিচার বিভাগীয় ওই কর্মকর্তা।
ওই ঘটনায় হাইকোর্ট তানভীরকে তলব করেন। পরে হাইকোর্টে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চান তিনি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন