একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বর্ধিত সভা করেছে ঢাকা মহানগর উত্তর যুবলীগ। শুক্রবার বিকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের পরিচালনায় মহানগরের অধিকাংশ নেতাই এতে অংশ নেন।
সভায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্বাস্থ্যবিধি ও সরকারি নিয়ম মেনেই শ্রদ্ধা নিবেদনের নিদের্শনা দেওয়া হয়। একই সঙ্গে যেসব ওয়ার্ডগুলোতে এখনো সম্মেলন বাকী রয়েছে, সেগুলো দ্রুততম সময়ের মধ্যে কমিটি করা হবে বলে জানানো হয়।
বিডি প্রতিদিন/আল আমীন