খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আফসানা আফরিন সুমি (১৯) আত্মহত্যা করেছেন। শুক্রবার নিজ বাসায় তিনি আত্মহত্যা করেন। তিনি ফুলবাড়ি গেট মিরেরডাঙ্গা এলাকার ইউনুচ আলীর মেয়ে ও খুবির ড্রইং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের ছাত্রী। খানজাহান আলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস এ তথ্য জানিয়েছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, আফসানা আফরিন দুপুরে ঘরের ভিতরে আত্মহত্যা করেন। পরে আত্মীয়-স্বজন তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আত্মহত্যার কারণ সম্পর্কে জানাতে পারেনি পরিবারের সদস্যরা।
বিডি প্রতিদিন/আল আমীন