রাজধানীর হাতিরঝিল থানা এলাকায় দু’টি ডাকাতির ঘটনায় ছয় ডাকাতকে আটক করেছে মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবি তেজগাঁও বিভাগ।
এসময় তাদের কাছ থেকে লুণ্ঠিত স্বর্ণালঙ্কার ও ৫০ রাউন্ড গুলিসহ একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়। তবে প্রাথমিকভাবে আটক ব্যক্তিদের বিস্তারিত নাম-ঠিকানা জানা যায়নি।
ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার জানান, হাতিরঝিল এলাকায় দু’টি ডাকাতির ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে লুণ্ঠিত মালপত্র, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত